অবৈধ জাল আগুনে পোড়ানো হচ্ছে। ছবি: পুলিশ নিউজ

চাঁদপুরের মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন।

রোববার (১৩ মার্চ) নৌ পুলিশ জানায়, মতলব উত্তর থানাধীন মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

জব্দ করা জালের আনুমানিক দাম ৪৫ লাখ টাকা। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।