মেঘনা নদী থেকে নৌপুলিশের উদ্ধার করা কারেন্ট জাল পুড়িয়ে দেওয়া হচ্ছে

ব্রাহ্মণবাড়িয়ার ছলিমগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা মেঘনা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার।

আজ শনিবার (৫ মার্চ) ছলিমগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সঙ্গীয় অফিসার এবং ফোর্সসহ মেঘনা নদীর জয়কালী নামক স্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় আনুমানিক ২২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ৬ লাখ ৬০ ষাট হাজার টাকা । উদ্ধার করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।