মেক্সিকো সিটি টানেলে দুই মেট্রো ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছে। নগর কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, নর্থ-সাউথ মেট্রো লাইন থ্রিতে ৭ জানুয়ারি (শনিবার) পোট্রেরো ও লা রাজা স্টেশনের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর মেক্সিকো সিটি মেয়র ক্লাউদিয়া শেইনবাম এক বিবৃতিতে বলেছেন, দুর্ঘটনায় ৫৭ জন আহত হয়েছে। অনেকের আঘাত সামান্য হওয়ায় হাসপাতালে নিতে হয়নি। তবে একজন প্রাণ হারিয়েছেন।