রাজধানীর লালবাগ থেকে উদ্ধার করে পুলিশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সেই ব্যক্তির পরিচয় জানতে সহায়তা চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ। খবর ডিএমপি নিউজের।
গত ১৯ জুন রাত ৮টার দিকে লালবাগ থানার নবাবগঞ্জ বাজার শাহী মসজিদের পাশের রাস্তায় অসুস্থ অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশ। ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
পরে ২৪ জুন রাত ১০টা ৪২ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ সংক্রান্তে ডিএমপির লালবাগ থানায় ২৫ জুন একটি অপমৃত্যু মামলা হয়।
ছবিতে দেখানো মৃত ব্যক্তির ছবি ও পরনে থাকা কাপড় দেখে কেউ পরিচয় নিশ্চিত করতে পারলে লালবাগ থানার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. কামরুজ্জামান (০১৭১৪-২৮৬৮৯৩) অথবা ডিউটি অফিসার (০১৩২০-০৩৯৮৪৪) অথবা অফিসার ইনচার্জের (ওসি) (০১৩২০-০৩৯৮৩৭) মোবাইল নম্বরে যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।