ভারতের মুম্বাই উপকূলে দেশটির নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে বিস্ফোরণ ঘটেছে। এতে তিন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ১১ জন। আজ বুধবার ভোরের দিকে এই বিস্ফোরণ ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাত দিয়ে যুগান্তরের খবরে এ কথা জানানো হয়েছে।
খবরে বলা হয়, মুম্বাইয়ের অদূরে বুধবার ভোর সাড়ে ৪টার দিকে নৌসেনার ডকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ভারতীয় নৌবাহিনীর এইএনএস রণবীর নামে ওই যুদ্ধজাহাজের মধ্যে কোনো এক প্রকোষ্ঠে ওই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিক খবরে জানা গেছে।
ওই বিস্ফোরণের সঙ্গে সঙ্গে জাহাজের অন্য সেনারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তবে জাহাজটির খুব বেশি ক্ষতি হয়নি বলে জানিয়েছেন সেনাসদস্যরা।
ওই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জাহাজটি উপকূলে ভেড়ানোর প্রক্রিয়া চলছে।