মুন্সিগঞ্জের মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালিয়ে ২৮০ কেজি জাটকা উদ্ধার করেছে।
গতকাল রোববার (২১ নভেম্বর) মুন্সিগঞ্জ সদর থানার কাঠপট্টি লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব মাছ উদ্ধার করা হয়।
নৌ পুলিশ জানায়, এসব মাছের আনুমানিক মূল্য ৮৪ হাজার টাকা। এসব মাছ স্থানীয় এতিমখানা ও গরিবদের মাঝে বিতরণ করা হয়।