মুন্সিগঞ্জে হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার করেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া থানা এলাকায় ২৪ মে (বুধবার) দিবাগত রাতে অভিযানটি পরিচালিত হয়।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়ার বাউশিয়া এলাকায় মহাসড়কের ঢাকাগামী লেনে ২৪ মে দিবাগত রাত সোয়া ১টার দিকে ট্রেলারকে ভুল জায়গায় পার্ক করা দেখে সন্দেহ হয় ভবেরচর হাইওয়ে থানার রাত্রিকালীন টহল ডিউটি দলের। তারা এগিয়ে গেলে ট্রেলারটির চালক ও চালকের সহকারী দ্রুত পালিয়ে যান। এরপর টহল দল ট্রেলারে তল্লাশি চালিয়ে ৫২ কেজি গাঁজা ও তিন বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এ ঘটনায় মামলা হয়েছে।