নওগাঁ জেলা দাবা লীগের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার (এসপি) প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, বিপিএম। ছবি: পুলিশ নিউজ

জেলা পুলিশের উদ্যোগে মুজিব শতবর্ষ নওগাঁ জেলা দাবা লীগের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

শনিবার (২ অক্টোবর) নওগাঁ পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার (এসপি) প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, বিপিএম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানার গ্রুপের স্পন্সর ডাইরেক্টর মোহাম্মদ আলী দ্বীন।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম। ছবি: পুলিশ নিউজ

মুজিব শতবর্ষ নওগাঁ জেলা দাবা লীগ ২০২১-এর চ্যাম্পিয়ন, রানার্সআপ এবং তৃতীয় স্থান অধিকারী দলের সদস্যদের প্রাইস মানি, মেডেল, ট্রফি ও সার্টিফিকেট তুলে দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম।