ভোলার মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ৫ লাখ ১৫ হাজার ২০০ মিটার কারেন্ট জাল এবং ৯০ কেজি জাটকা জব্দ করেছেন।
বুধবার (২৪ এপ্রিল) নৌ পুলিশ জানায়, মেঘনা নদী ও এর বিভিন্ন শাখায় অভিযান চালিয়ে এসব জাল ও মাছ জব্দ করা হয়।
জব্দ করা জালের আনুমানিক দাম ১ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার টাকা এবং মাছের দাম ৪৫ হাজার টাকা। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং মাছ অসহায়দের মধ্যে বিতরণ করা হয়।
অভিযানে আটক একজনের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা করা হয়েছে। অপ্রাপ্তবয়স্ক তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।