কিশোরগঞ্জের মিঠামইন থানা-পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) মিঠামইন থানাধীন শান্তিপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন হবিগঞ্জের মাধবপুর থানা এলাকার মো. আনোয়ার হোসেন (৪৫) ও মো. সাকিব (২০) এবং আজমিরীগঞ্জ থানা এলাকার জাকির হোসেন ওরফে নুরুল হক (৩৮) ও মাসুক মিয়া (৩০)।
মিঠামইন থানার উপপরিদর্শক (এসআই) মো. সুজায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শান্তিপুরের গোপদিঘীর পাড় থেকে ৩ কেজি গাঁজাসহ আনোয়ার ও সাকিবকে গ্রেপ্তার করা হয়।
মিঠামইন থানাধীন কাটখাল পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার বনিক জানান, শান্তিপুর লঞ্চঘাট এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ জাকির ও মাসুককে গ্রেপ্তার করা হয়।
তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করেছে মিঠামইন থানা-পুলিশ।