রংপুরের মিঠাপুকুর থানা-পুলিশ গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেনসিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার মাদক কারবারি মিজানুর রহমান (৩৮) জেলার পীরগাছা থানা এলাকার বাসিন্দা।

মিঠাপুকুর থানা-পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১০টার দিকে অভিযান পরিচালনা করে। মিঠাপুকুর থানাধীন ময়েনপুর ইউনিয়নের গেনারপাড়া মৌজায় মিঠাপুকুর থেকে শুকুরের হাট আসার পথে একটি মোটরসাইকেল আটক করে মাদক কারবারি মো. মিজানুর রহমানের (৩৮) হেফাজত থেকে ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এরপর বিধি মোতাবেক সেগুলো জব্দ করে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় মিঠাপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।