প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৬-০ গোলের ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। তবে দ্বিতীয় ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। এতেই ১-০ ব্যবধানে সিরিজ জিতেছেন গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রোববারের (২৬ জুন) প্রীতি ম্যাচজুড়ে আধিপত্য করলেও মালয়েশিয়ার রক্ষণে চিড় ধরাতে পারেননি সাবিনারা।
আগের ম্যাচে বড় ব্যবধানে হারা মালয়েশিয়া শুরু থেকে রক্ষণ রাখে জমাট। অপরিবর্তিত একাদশ নিয়ে নামা বাংলাদেশ কিছু ভালো আক্রমণ শানালেও কাঙ্ক্ষিত গোল আদায় করতে পারেনি।
তবে ফিফা ইন্টারন্যাশনাল উইমেনস ফুটবল সিরিজ-২০২২ জেতায় তা বাধা হয়ে দাঁড়ায়নি।