অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করার ১২ ঘণ্টার মধ্যে মেঘনা থানার পুলিশ এক আসামিকে গ্রেপ্তার এবং চুরি যাওয়া মালামাল উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (১৭) ফেব্রুয়ারি রাতে মেঘনা থানাধীন মানিকারচর বাজারের রতন চন্দ্র সাহার পাইকারি মুদিদোকানের গুদামঘরের তালা ভেঙে অজ্ঞাতনামা চোরেরা সেখান থেকে সয়াবিনের ও সরিষার তেলের কার্টন, চাল, আটার বস্তাসহ মোট ২৬ হাজার ৯৪০ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) মেঘনা থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে চুরির মামলা করা হয়।
বিষয়টি কুমিল্লার পুলিশ সুপারের নজরে এলে মেঘনা থানার অফিসার ইনচার্জকে বিভিন্ন দিকনির্দেশনা দেন। তারই পরিপ্রেক্ষিতে মেঘনা থানা-পুলিশ মানিকারচর বাজারের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িত আসামিদের শনাক্ত করেন। এরপর এসআই আহমেদ মোর্শেদ ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় রহমত উল্লাহ (২০) নামে এক আসামিকে গ্রেপ্তার করে তাঁর বসতঘরে তল্লাশি করে চুরি হওয়া মালামাল উদ্ধার করেন। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন।