চুরির ঘটনায় মামলা হওয়ার ১২ ঘণ্টার মধ্যে টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ দুজনকে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
মেহেরপুর সদর ও জেলার গাংনী থানায় সোমবার অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন মেহেরপুর সদরের রবিরুল ইসলাম (৩৬) ও জেলার গাংনীর মো. আজিম (৪৬)।
ওই দুজনের কাছ থেকে উদ্ধার করা হয় ৮০ হাজার টাকা, দুটি স্মার্ট ফোন, ছয়টি স্বর্ণের আংটি, ছয়টি কানের দুল, দুটি চেইন, দুটি লকেট ও দুটি হাতের বালা।
জেলা ডিবি জানায়, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানাধীন হাটুভাঙ্গা গ্রামের জাহাঙ্গীর হোসেন (৪২) ২৮ মে আলমডাঙ্গা থানায় মূল্যবান সামগ্রী চুরির মামলা করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় পার্শ্ববর্তী মেহেরপুর সদর ও গাংনী থানায় অভিযান চালিয়ে মূল্যবান সামগ্রীসহ আসামিদের গ্রেপ্তার করা হয়।