মানিকগঞ্জ জেলাপুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ৬০ গ্রাম হেরোইনসহ দুজন মাদক কারবারিকে আটক করেছে।
জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের দিক নির্দেশনায় জেলা ডিবির ইনচার্জ পুলিশ পরিদর্শক আবুল কালামের তত্ত্বাবধানে একটি আভিযানিক দল আজ ১৩ অক্টোবর সকাল ৭টা ৫০ মিনিটে মানিকগঞ্জ সদর থানাধীন পালড়া এলাকায় অভিযান চালায়। এসময় সাদ্দাম হোসেন (২৭) ও কাজী কবির (২৩) নামের ওই দুই মাদক কারবারিকে ৬০ গ্রাম হেরোইনসহ আটক করে।
উদ্ধার হেরোইনের আনুমানিক মূল্য ৬ লক্ষ টাকা
আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।