ডিবি পুলিশের হেফাজতে আটক তিনজন। ছবি: বাংলাদেশ পুলিশ

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তিনটি চোরাই ট্রাকের ইঞ্জিনসহ কাটা অংশবিশেষ, চোরাই মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত ১টি ট্রাকসহ ৩ জনকে আটক করেছে।

জানা গেছে, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের দিকনির্দেশনায় জেলা ডিবির ইনচার্জ, পুলিশ পরিদর্শক আবুল কালাম ও পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেনের তত্ত্বাবধানে একটি আভিযানিক দল ২৭ এপ্রিল সাটুরিয়া থানাধীন কামতা এলাকার একতা ট্রেডিংস নামের একটি গোডাউনের সামনে থেকে মাহাবুব আলম রাকিব (২৭) নামের একজনকে ৩টি ট্রাকের ইঞ্জিনসহ আটক করেন।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিব জানান, ট্রাকসহ বিভিন্ন চোরাই গাড়ি বিভিন্ন জেলা থেকে কিনে মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর থানাধীন জাগীর (মেঘশিমুল) এলাকার জনৈক মামুনের ভাড়া করা গোডাউনের সামনে ফাঁকা জায়গায় নিয়ে কেটে খণ্ড খণ্ড করে বিভিন্ন ভাঙারির দোকানে বিক্রি করেন এবং ট্রাকের ইঞ্জিনগুলো একতা ট্রেডিংস গোডাউনের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা হয়।

রাকিবের দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়ে বর্ণিত ঘটনাস্থলে অভিযান চালিয়ে চোরাই ট্রাকের কাটা অংশবোঝাই একটি ট্রাক (রেজি নং ঢাকা মেট্রো-ট-১৬-০১৫৩) জব্দ করা হয় এবং এর চালক মো. সাদ্দাম হোসেনকে (৩০) আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটক রাকিব ও সাদ্দাম জানান, তাঁরাসহ আরও বেশ কয়েকজন বিভিন্ন জায়গা থেকে চোরাইকৃত ট্রাক কেনার মাধ্যমে সংগ্রহ করে এবং ট্রাক কেটে ছোট ছোট খণ্ড বিক্রি করেন।

ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রাকিব জানান, কাটা ট্র্রাকের চাকাগুলো মো. বাদল বিশ্বাস (৩৮) নামে একজনের কাছে বিক্রি করেছেন। এ তথ্যের ভিত্তিতে মানিকগঞ্জ জেলার সদর থানাধীন কাইলানী এলাকার ছবেদ মার্কেটের সামনে থেকে বাদল বিশ্বাসকে ২৮ এপ্রিল বেলা ২টার দিকে ১৪টি চাকা, ৫টি রিংসহ আটক করা হয়।

এ ঘটনায় সাটুরিয়া থানায় ১টি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।