মানিকগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা এবং মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মে) মানিকগঞ্জ পুলিশ লাইনস মাঠে প্যারেড এবং ড্রিলশেডে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম (বার)।
এ সময় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক (নিরস্ত্র) মো. নজরুল ইসলাম এবং হরিরামপুরের নটাখোলা তদন্তকেন্দ্রের পরিদর্শক (নিরস্ত্র) মো. হাবিবুর রহমানের বদলি উপলক্ষে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সব ইউনিটের ইনচার্জগণ উপস্থিত ছিলেন।