পুলিশের পরিচয় দিয়ে ডাকাতি করতেন তাঁরা । মানিকগঞ্জ সদর থানার পুলিশ আজ শুক্রবার এক অভিযান চালিয়ে ছয় ভুয়া পুলিশকে গ্রেপ্তার করেছে।
সদর থানার অফিসার ইনচার্জ মো. আ. রউফ সরকারের তত্ত্বাবধানে পুলিশের একটি দল তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ডাকাতেরা হলেন রবিউল করিম ওরফে সুলভ, মো. বাবুল মিয়া (৩৭), মো. সেলিম মিয়া (৩৬), মো. মাসুম বিল্লা মুন্না (২৮), মো. ইউসুফ কাজী (৭০), মো. জাকির হোসেন বাবু (৩৩)।
তাঁদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে আসামিরা নিজেদের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।