মানিকগঞ্জে বঙ্গবন্ধু কাপ টেনিস টুর্নামেন্ট-২০২৩-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
জেলার টেনিস গ্রাউন্ডে মানিকগঞ্জ টেনিস ক্লাবের আয়োজনে সোমবার এ খেলা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার ও মানিকগঞ্জ টেনিস ক্লাবের সভাপতি মোহাম্মাদ গোলাম আজাদ খান।
ফাইনাল খেলায় জাহাঙ্গীর ও পিন্টু জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পুলিশ সুপার গোলাম আজাদ খান ও সেলিম জুটি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীব মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, মানিকগঞ্জ জেলা জজ কোর্টের পিপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আবদুস সালাম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী, মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ইমতিয়াজ মাহবুবসহ অনেকে।