মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। বুধবার (১৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে সিংগাইর উপজেলার আজিমপুর এলাকা থেকে হেরোইন ও মাদকসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। জেলা ডিবির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ৩ মাদক কারবারি হলেন জেলার সিংগাইর উপজেলার বাহাদিয়া এলাকার মৃত নবাব আলীর ছেলে সাইদুর রহমান ওরফে আশরাফ (৫১), একই উপজেলার আজিমপুর এলাকার মো. মেঘুর ছেলে মো. শিপন (২৪) ও মিন্টু মোল্লার ছেলে মো. সবুজ (২৭)।
পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের (পিপিএম-বার) দিকনির্দেশনায় জেলা ডিবির ইনচার্জ (ভারপাপ্ত) পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেনের তত্ত্বাবধানে একটি আভিযানিক দল এসআই রিপন নাগের নেতৃত্বে সিংগাইর থানার আজিমপুর এলাকা থেকে মাদক কারবারিদের গ্রেপ্তার করে।
এ সময় মাদক কারবারিদের কাছ থেকে ২৬ গ্রাম হেরোইন ও ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন তাঁরা। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লাখ ৮৪ হাজার টাকা। তাঁদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন। এ ব্যাপারে সিংগাইর থানায় ১টি মামলা প্রক্রিয়াধীন।