মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৭০ পিস ইয়াবা বড়িসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মানিকগঞ্জ ডিবির ইনচার্জ মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার এর নির্দেশনায় ডিবির একটি দল মানিকগঞ্জ থানার চর ঘোস্তা সাকিনের নয়াকান্দি টু চর ঘোস্তা খেয়াঘাটগামী রাস্তায় অভিযান চালায়।
অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বেলা ২টা ১৫ মিনিটে আসামিদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. বাদল হোসেন (৪২); তিনি মানিকগঞ্জ থানার চর ঘোস্তা এলাকার বাসিন্দা। এ সময় তাঁর কাছ থেকে ৫০ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।
মো. জহিরুল ইসলাম (২১); তিনিও একই থানার চর বারইল এলাকার বাসিন্দা। তাঁর কাছ থেকে ২০ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।
এ সংক্রান্তে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে।