মানিকগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। মানিকগঞ্জ সদর থানা ও ঘিওর থানা এলাকা থেকে ২২ জুন (বৃহস্পতিবার) তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আসামিদের নাম হাসান আলী (৩০), বিপুল চক্রবর্তী (৩৯) ও মো. ফিরোজ মিয়া (২১)। তাঁদের কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন ও ৫০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ ডিবির ইনচার্জ (ভারপ্রাপ্ত) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, ডিবির একটি দল ২২ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মানিকগঞ্জ সদর থানার পশ্চিম দাশড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০ গ্রাম হেরোইনসহ হাসান আলী ও বিপুলকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে একই দিন রাত সোয়া ১১টার দিকে ডিবির আরেকটি দল ঘিওর থানার মাইলাগী এলাকায় অভিযান চালিয়ে ২০ গ্রাম হেরোইন ও ৫০টি ইয়াবাসহ ফিরোজকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানা ও ঘিওর থানায় দুটি মামলা হয়েছে।