মানিকগঞ্জে ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার দুই আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

মানিকগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে মাদকসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। সিংগাইর থানা এলাকা থেকে ২৩ মে (মঙ্গলবার) বিকেলে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিদের নাম শাহীনুর ওরফে মো. রজ্জব হোসেন (২৬) ও মো. রবিন ইসলাম (৩০)। তাঁদের কাছ থেকে ৩২ গ্রাম হেরোইন ও ২০০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মানিকগঞ্জ ডিবির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আবুল কালাম) জানান, ডিবির একটি দল ২৩ মে বিকেল সাড়ে তিনটার দিকে মানিকগঞ্জের সিংগাইর থানার দক্ষিণ ধল্লা এলাকায় অভিযান চালিয়ে শাহীনুর ও রবিনকে ৩২ গ্রাম হেরোইন, ২০০টি ইয়াবাসহ গ্রেপ্তার করেছে। তাঁদের বিরুদ্ধে সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।