মানিকগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ২০ গ্রাম হেরোইনসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২ এপ্রিল) মানিকগঞ্জ সদর থানাধীন ভুল জয়রা এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মানিকগঞ্জ সদর থানা এলাকার তোফা (৩৬), মো. বাবুল মিয়া (৩৪), মো. মিলন মিয়া (২৭) ও মো. কাজল (২৫)। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন।
মানিকগঞ্জ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে হেরোইনসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।