মানিকগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। মানিকগঞ্জ সদর, শিবালয় ও সিংগাইর থানা এলাকায় ২৫ মার্চ (শনিবার) পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিদের নাম শেখ হৃদয় (২৭), মো. আশিকুর রহমান ওরফে আশিক (২৬), মো. মুক্তার হোসেন (২৭), মোঃ আসলাম মোল্লা ওরফে আছলাম (৫৭) ও আফসানা বেগম (২৬)।
মানিকগঞ্জ ডিবির ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোশাররফ হোসেন ২৬ মার্চ (রোববার) জানান, ডিবির একটি দল ২৫ মার্চ বিকেল ৫টার দিকে মানিকগঞ্জ সদর থানার বাঘিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ১১ গ্রাম হেরোইনসহ শেখ হৃদয়, আশিকুর ও মুক্তারকে গ্রেপ্তার করেছে।
একই দিন রাত সোয়া ১১টার দিকে ডিবির আরেকটি দল শিবালয় থানার ধুতরাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৫০টি ইয়াবাসহ আসলামকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া ডিবির আরেকটি দল ২৫ মার্চ দিবাগত রাত সোয়া ১২টার দিকে সিংগাইর থানার বাহাদিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আফসানাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে বলে জানান ডিবির ইনচার্জ।