মানিকগঞ্জে ডিবির অভিযানে গ্রেপ্তার দুই মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ

মানিকগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। ১ মার্চ (মঙ্গলবার) সন্ধ্যায় তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই মাদক কারবারি হলেন মোসা: তৃষ্ণা আক্তার (২৪) ও মো. মিজানুর রশিদ ওরফে মিজান (৩৪)। তাঁদের কাছ থেকে ১৫০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা।

জেলা পুলিশ জানায়, ডিবির একটি দল ১ মার্চ সন্ধ্যা পৌনে সাতটার দিকে মানিকগঞ্জ সদর থানার জয়রা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তৃষ্ণা ও মিজানুরকে গ্রেপ্তার করেছে। তাঁদের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।