মানিকগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে মলম পার্টির তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে চেতনানাশক ওষুধ জব্দ করা হয়।
রোববার (১৯ মার্চ) রাতে মানিকগঞ্জ সদর থানাধীন ভুল জয়রা এলাকার বাসস্ট্যান্ড থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন জামালপুরের ইসলামপুর থানা এলাকার সাগর আহম্মেদ ওরফে শহর আলী (৪৮), গাজীপুরের গাছা থানা এলাকার শামীম গাজী (৫০) এবং নোয়াখালীর সেনাবাগ থানা এলাকার সাব্বির হোসেন (২৭)।
মানিকগঞ্জ ডিবির ইনচার্জ আবুল কালাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।