মানিকগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ২৫০ গ্রাম গাঁজা, ১৫টি ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সিংগাইর থানাধীন কাশিমনগর বাসস্ট্যান্ড থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. হাসান মিয়া (২০) ও মো. কবির হোসেন (২৫)। তাঁদের বাড়ি সিংগাইর থানা এলাকায়।
পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।