মানিকগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৪১ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে সাটুরিয়া থানাধীন গোলড়া এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন সাটুরিয়া থানা এলাকার মো. হানিফ মিয়া (৪০) ও মো. শামীম হাসান (৩২) এবং মানিকগঞ্জ থানা এলাকার মো. আল আমিন (৩১)। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন।
মানিকগঞ্জ ডিবির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে সাটুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।