মানিকগঞ্জের সিঙ্গাইরে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া দুজন। ছবি: মানিকগঞ্জ জেলা পুলিশ

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি)‌ পুলিশ অভিযান চালিয়ে ২০০টি ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে।

আজ বৃহস্পতিবার জেলার সিংগাইর থানাধীন মাধবপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেনের তত্ত্বাবধানে ডিবি, মানিকগঞ্জের একটি অভিযানিক দল এসআই আসাদ মিয়ার নেতৃত্বে ওই গ্ৰামের আবুল কালামের চায়ের দোকানের সামনে থেকে মো. তোতা মিয়া (৬০) ও মো. শরিফ হোসেনকে (৪৪) ২০০টি ইয়াবা বড়িসহ গ্ৰেপ্তার করে।

ওই দুজনের বিরুদ্ধে আদালতে ১৭টি মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় সিংগাইর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।