মানিকগঞ্জে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) অভিযান চালিয়ে মাদকসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। মানিকগঞ্জের সিংগাইর থানায় ১৪ জুন (মঙ্গলবার) পৃথক অভিযান চালিয়ে ওই তিনজনকে ধরা হয়।
গ্রেপ্তার তিন আসামির নাম আলমগীর হোসেন (৩০), আজম (২৭) ও তমেজ (৩৮)। তাঁদের কাছ থেকে ৫০টি ইয়াবা এবং ৪ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।
মানিকগঞ্জ ডিবির ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, ডিবির একটি দল ১৪ জুন বিকেল সোয়া ৪টার দিকে সিংগাইর থানার চর আজিমপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০টি ইয়াবাসহ আলমগীরকে গ্রেপ্তার করে। এদিকে একই দিন রাত ৮টার দিকে ডিবির আরেকটি দল সিংগাইর থানার কালীনগর এলাকায় অভিযান চালিয়ে ৪ গ্রাম হেরোইনসহ আজম ও তমেজকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে সিংগাইর থানায় দুটি মামলা হয়েছে।