মানিকগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে মাদকসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। মানিকগঞ্জ সদর থানার মেঘশিমুল এলাকায় ১২ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যায় ওই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম মো. উজ্জ্বল হোসেন (৩৭)। তাঁর কাছ থেকে ৩ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।
মানিকগঞ্জ ডিবির ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, ডিবি পুলিশের একটি দল মানিকগঞ্জ সদর থানার মেঘশিমুল এলাকায় ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে ৩ গ্রাম হেরোইনসহ উজ্জ্বলকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।