মানিকগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে মাদকসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। মানিকগঞ্জের সিংগাইর থানা এলাকা থেকে ১৪ মে (শনিবার) রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিদের নাম মো. মনির বেপারী (২৫), মো. সুলতান (৩৪), মো. আ. রাজ্জাক (৩৩), রাজ আহম্মেদ রাজিব (২৮) ও মো. বাহাদুর মিয়া (৩১)।
মানিকগঞ্জ ডিবির ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, ডিবি পুলিশের একটি দল সিংগাইর থানার জয়মন্টপ (বেপারীপাড়া) এলাকায় ১৪ মে সন্ধ্যা ৬টার দিকে অভিযান চালিয়ে ৪০ লিটার দেশীয় চোলাই মদসহ মনিরকে গ্রেপ্তার করেছে। একই দিন রাত সোয়া ৯টার দিকে ডিবির আরেকটি দল সিংগাইর থানার বাইমাইল এলাকায় অভিযান চালিয়ে ৩২ গ্রাম হেরোইনসহ সুলতান ও আ. রাজ্জাককে গ্রেপ্তার করে। ডিবির আরেকটি দল ওই দিনই রাত সোয়া ১০টার দিকে সিংগাইর থানার বাইমাইল এলাকায় অভিযান চালিয়ে ১১ গ্রাম হেরোইনসহ রাজ আহম্মেদ ও বাহাদুরকে গ্রেপ্তার করেছে। এসব ঘটনায় সিংগাইর থানায় পৃথক তিনটি মামলা হয়েছে।