মানিকগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। সিংগাইর থানা এলাকা থেকে ১৩ মে (শুক্রবার) বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম মো. জাফর ইকবাল (২৫)। তাঁর কাছ থেকে ৬৫টি ইয়াবা বড়ি জব্দ করা হয়।
জেলা পুলিশ জানায়, ডিবির একটি দল ১৩ মে বিকেল সোয়া ৫টার দিকে মানিকগঞ্জের সিংগাইর থানার গোবিন্দল এলাকায় অভিযান চালিয়ে ৬৫টি ইযাবাসহ জাফরকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে সিংগাইর থানায় একটি মামলা হয়েছে।