মানিকগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে গাঁজা ও হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। মানিকগঞ্জ সদর থানা এলাকা থেকে ১৩ মে (শুক্রবার) তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিদের নাম মো. হাসমত আলী ওরফে হাসু (৪০), মো. ওয়াসিম (৩৭) ও মো. আলামিন মিয়া (২১)।
মানিকগঞ্জ ডিবির ইনচার্জ মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিবির একটি দল ১৩ মে রাত ১০টার দিকে মানিকগঞ্জ সদর থানার জাগীর এলাকায় অভিযান চালিয়ে হাসমতকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে। রাত সোয়া ১১টার দিকে ডিবির অপর একটি দল ওই একই জায়গায় অভিযান চালিয়ে ওয়াসিম ও আলামিনকে পাঁচ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সদর থানায় পৃথক দুটি মামলা হয়েছে।