মানিকগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ২০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২২ নভেম্বর) মানিকগঞ্জ সদর থানাধীন মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মানিকগঞ্জ সদর থানা এলাকার আবু নাঈম (৩১) ও পারভেজ হোসেন ওরফে শিপু (২৯)। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন।
মানিকগঞ্জ ডিবির ইনচার্জ পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, আসামিদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।