মানিকগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১ হাজার ৬০০টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে সিংগাইর থানাধীন দক্ষিণ ধল্লা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. মঞ্জুর আলমের (৩২) বাড়ি কক্সবাজার সদর থানা এলাকায়। তাঁর বিরুদ্ধে একটি মামলা আদালতে বিচারাধীন।
ডিবি মানিকগঞ্জের ইনচার্জ পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।