মানিকগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) একটি চোরাই মোটরসাইকেলসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বারের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ, পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলামের তত্ত্বাবধানে একটি আভিযানিক দল এসআই আসাদ মিয়ার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে অভিযান চালিয়ে সিংগাইর থানাধীন গোবিন্দল নতুন বাজার এলাকায় মো. ইউসুফের ওষুধের দোকান ইয়াসমিন ফার্মার সামনে থেকে জাহেদুল ইসলাম ওরফে রাইটার (৩০) ও সৈয়দ মাসুদুর রহমান টিটু (৩৮) নামের দুজনকে একটি পুরোনো চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে।
চোরাই মোটরসাইকেলের আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। হোন্ডা মোটর কোম্পানির কালো ও সিলভার রঙের মোটারসাইকেলটির চেসিস নম্বর অস্পষ্ট ও ঘষামাজা করা ছিল। রেজি. নং ঢাকা মেট্রো হ-০২-৭০৮৭ লেখা ছিল। এ ঘটনায় সিংগাইর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।