মানিকগঞ্জে করোনার টিকা কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে টিকা না নেওয়া ৩২ জনকে হাসপাতালে নিয়েছে পুলিশ। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের টিকা দেয়।
পুলিশ সূত্র জানায়, আজ বৃহস্পতিবার মানিকগঞ্জ জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায়, মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আবদুর রউফ সরকারের সার্বিক সহযোগিতায় এসআই মো. মিজান ও সঙ্গীয় ফোর্সসহ মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় দিবাকালীন ডিউটির সময় টিকা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে অভিযান পরিচালনা করে টিকা না নেওয়া মোট ৩২ জনকে ২৫০ শয্যার সদর হাসপাতালে করোনার টিকা দেওয়ার জন্য নেওয়া হয়। পরে তাদের টিকা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।