মানিকগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৪৪০টি ইয়াবা বড়ি, ৫০ গ্রাম হেরোইনসহ চার মাদক কারবারি আটক হয়েছেন।
জেলার সিংগাইর থানাধীন হাবিব সুপার মার্কেটে খানু মিয়ার তেলের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে এবং শিবালয় থানার ধুতরা বাসস্ট্যান্ড থেকে শনিবার দুপুর ও সন্ধ্যায় তাঁদের আটক করে ডিবি।
ওই চারজন হলেন সিংগাইরের চার চান্দহর গ্রামের স্বপন মিয়া (৩৮), সাভারের দক্ষিণ দরিয়াপুর এলাকার আলমগীর হোসেন (৪৮), সাভার থানার পেছনে মাদ্রাসা রোডের মো. আলামিন (৩৫) ও রাজবাড়ীর গোয়ালন্দ থানার বাহিরচর এলাকার শহিদুল খন্দকার ওরফে শহিদ (৩৯)।
আটক চারজনের নামে সিংগাইর ও শিবালয় থানায় দুটি মামলা প্রক্রিয়াধীন।