মানিকগঞ্জ গোয়েন্দা শাখা (ডিবি) গত মঙ্গলবার ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা।
মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বারের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলামের তত্ত্বাবধানে মানিকগঞ্জ ডিবির একটি আভিযানিক দল এসআই মো. নাজমুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে মানিকগঞ্জ থানাধীন পশ্চিম দাশড়ার খালপাড় থেকে দুধবাজারগামী শহীদ রফিক সরণি রাস্তার উত্তর পাশে এস এস কম্পিউটার দোকানের সামনে থেকে মাদক কারবারি মো. সুজনকে (২৮) ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন।
একই দিন অপর একটি আভিযানিক দল এসআই হাকিম মোল্লার নেতৃত্বে অভিযান চালিয়ে সাটুরিয়া থানার রাইল্যা (মধ্যপাড়া) এলাকায় মো. সোনা মিয়ার বসতঘরের সামনে থেকে মাদক কারবারি মো. সোনা মিয়াকে(৫০) ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আদালতে মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া থানায় পৃথক ২টি মামলা প্রক্রিয়াধীন।