মানব পাচারের ঘটনার ৫৬ দিন পর চট্টগ্রামের বাকলিয়া থানার অভিযানে অপহৃত চারজনকে কক্সবাজারের টেকনাফ থানাধীন বঙ্গোপসাগরের পাড় (লম্বরীঘাট) থেকে উদ্ধার করা হয়েছে।
গত ১১ আগস্ট বাকলিয়া থানায় মুক্তিপণের দাবিতে অপহরণের মামলা হয়। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে অপহরণের ঘটনায় জড়িত আবদুল করিম জীবন (১৯), মো. হাসান ওরফে হাকিম বাদশা (২২), মেহেদী হাসান (২৭), মো. হারুন (৩৭) ও নুরুল হককে (৪৫) গ্রেপ্তার করা হয়।
পরবর্তী সময়ে আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার ভোররাত চারটার দিকে বাকলিয়া থানার অভিযানে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বঙ্গোপসাগরের তীরবর্তী লম্বরীঘাট নামক সাগরের পাড়ে পাচারকৃত চার কিশোরকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ভুক্তভোগীরা হলো আনসারুল করিম (১৬), মনির (১৩), আজিজুর রহমান (১৬) ও মজিবুর রহমান (১৭)।