কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট তহবিলে ৫০ লাখ টাকার অনুদান প্রদান করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হয়ে রোববার (৩১ জুলাই) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ৫০ লাখ টাকার চেক তুলে দেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ (আইজিপি)
ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।
ব্যাংকের সিএসআর কার্যক্রমের আওতায় এই অনুদান প্রদান করা হয়।