মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
আজ সোমবার (১০ জানুয়ারি) বেলা ১টা ৫০ মিনিটে খুলনা সার্কিট হাউসে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
কেএমপির অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে এ তথ্য জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন; এনডিসি, খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন; বিপিএম-বারসহ খুলনা বিভাগের জেলা প্রশাসক এবং খুলনার অন্যান্য প্রশাসনিক শীর্ষ কর্মকর্তা।