নরসিংদীর মাধবদী থানা-পুলিশের অভিযানে ১০৫ লিটার চোলাই মদ, ৬০০ লিটার জাওয়াসহ (মদ তৈরির উপকরণ) এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শুক্রবার (২৮ জানুয়ারি) মাধবদী থানাধীন ডৌকাদি এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি মো. আলম মিয়া (৩৫) মাধবদী থানা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাধবদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।