মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) তাঁদের গ্রেপ্তার করা হয়।
মাদারীপুর জেলা পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে এ তথ্য জানানো হয়।
ডিবি জানিয়েছে, মাদারীপুর সদর থানাধীন পূর্ব রঘুরামপুর সাকিনে অবস্থিত একটি বাড়ির সামনে
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মোশরফ সরদার (৫০) ও ইসলাম সরদার (৬০)। তাঁরা দুই ভাই। আরেক আসামি সজল সরদার (২১)। তাঁরা সবাই জেলার শিলারছর ইউপির পূর্ব রঘুরামপুর গ্রামের বাসিন্দা।
গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে ৮টি রামদা, ১টি সামুরাই ও ১৫টি বাসের ছিপযুক্ত টেঁটা জব্দ করা হয়।