মাদারীপুরের কালকিনি থানাধীন উত্তর রাজদি সাকিনের একটি ভাঙারি দোকানের সামনে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এই অভিযান চালানো হয়।
অভিযানে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২০০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়।
মাদারীপুর জেলা পুলিশ জানিয়েছে, এ বিষয়ে মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।