মাদারীপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বুধবার (১০ আগস্ট) রাজৈর থানাধীন আমগ্রাম এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।
আসামি নয়ন ব্যাপারী রাজৈর থানা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে গাঁজাসহ আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে রাজৈর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।