মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে গাঁজাসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি জানিয়েছে, মাদারীপুর সদর থানাধীন নয়াচর সাকিনে অবস্থিত নয়াচরের নতুন ব্রিজের পশ্চিম পাশে একটি মুদিদোকানের সামনে সোমবার (১৪ ফেব্রুয়ারি) অভিযান চালানো হয়। অভিযানে ২ কেজিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন এনামুল হাওলাদার ও সাইদ মোল্লা। তাঁদের বয়স যথাক্রমে ৪৬ ও ৪২ বছর।
মাদারীপুর জেলা পুলিশের মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিবি।