জামালপুরের মাদারগঞ্জ থানা-পুলিশ গাজীপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে। ১২ বছর পলাতক থাকার পর পুলিশের হাতে গ্রেপ্তার হলেন এই আসামি।
গ্রেপ্তার আসামির নাম হাজি মো. সোলায়মান ওরফে মুন্সি ইউনুচ আলী। তাঁর বাড়ি জামালপুরের মাদারগঞ্জ থানায়।
জেলা পুলিশ জানায়, মাদারগঞ্জ থানা-পুলিশের একটি দল গাজীপুরের কাপাসিয়া এলাকায় অভিযান চালিয়ে পলাতক জেএমবি সদস্য হাজি মো. সোলায়মান ওরফে মুন্সি ইউনুচ আলীকে গ্রেপ্তার করে। এই আসামি ১২ বছর ধরে পলাতক ছিলেন।